Crss colum

Wednesday, May 9, 2018

গড়বেতা এক রুক্ষ্ম রূপকথা।

গড়বেতা এক রুক্ষ্ম রূপকথা।

গনগনি(বাংলার গ্রান্ড ক্যানিয়ন):
পশ্চিমবঙ্গের এক ছোট্ট শহর
গড়বেতা।
হাওড়া বা কোলকাতা থেকে সড়ক বা রেলপথে মেরেকেটে ঘন্টা পাঁচেকের রাস্তা।
গড়বেতা,গনগনি,বাংলার গ্রান্ড ক্যানিয়ন
গড়বেতা শহরের মূল দ্রষ্টব্য স্থান গনগনি।
এটা এক প্রকার ভূমিক্ষয় জনিত তৈরী প্রাকৃতিক সৌন্দর্য।
গনগনি,বাংলার গ্রান্ড ক্যানিয়ন
প্রকৃতি নিজের হাতে এই জায়গাটা সাজিয়ে রেখেছে আপনার জন্য।
গনগনি কে বলা হয়  ‘বাংলার গ্রান্ড ক্যানিয়ন’ ।
গড়বেতা, গনগনি,বাংলার গ্রান্ড ক্যানিয়ন।
গড়বেতা, গনগনি,বাংলার গ্রান্ড ক্যানিয়ন।
গড়বেতা,  
যেগনগনি,বাংলার গ্রান্ড ক্যানিয়ন

গড়বতা , কাজু বাদাম গাছ ।
লাল মাটির এই দেশে আপনি এলে দেখতে পাবেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কাজুবাদামের জঙ্গল।
গড়বেতা , গনগনি,বাংলার গ্রান্ড ক্যানিয়ন।
পাকা কাজুবাদামের ফল লাল বা হলুদ রঙের হয়ে থাকে । নিচের অংশে থাকে বীজ ।যা থেকে তৈরী হয় সুস্বাদু কাজুবাদাম।
উপরের ফল টি টক মিষ্টি। খাওয়া যায়।
গড়বেতা , কাজুবাদামের ফল , গনগনি গনগনি,বাংলার গ্রান্ড ক্যানিয়ন
গনগনি আসলে একটি গ্রাম। মূলত আদিবাসী অধ্যুষিত। এখানে এলে মনে হয় না আমরা আধুনিক যুগে বসবাস করছি।
এখনো এখানে গরুর গাড়ি চলাচল করে। তবে মূলত মাল বওয়ার কাজে গরুর গাড়ি ব্যবহার হয়।
গনগনির পাশ দিয়ে চলেছে বয়ে চলেছে শিলাবতী নদী।
জীবন এখানে অলস প্রকৃতির।
নদীর পাড়ে ঘাস খাওয়া গরু বাছুর থেকে নদীর কিনারায় মাছ ধরা বক গুলি, সবাই যেন প্রাচীন কাল হতে অপেক্ষারত আপনার অলস দৃষ্টি র প্রতীক্ষায়।
গরুর গাড়ি ,শিলাবতীর তীরে।
রুক্ষতা এখানের সৌন্দর্য।

হাওড়া থেকে আদ্রা ও পুরুলিয়া গামী সব ট্রেন গড়বেতা রেল ষ্টেশনে থামে।
রেল ষ্টেশন থেকে মূল শহর প্রায় চার কিলোমিটার দূরে।অটো ও টোটো দুটি করেই যাওয়া যায়।
পর্যটকদের থাকার জন্য অনেক লজ্ ও হোটেল আছে।
এখানে গরম বেশি।তাই শীতের শুরুটা ভ্রমণের পক্ষে আদর্শ।

No comments:

Post a Comment