Crss colum

Saturday, May 26, 2018

ভালোবাসা।


ভালোবাসা।।

তৃষিত অন্তরের রুক্ষতা নিবারণ করে যে সুশীতল বারিধারা তার ই নাম ভালোবাসা।
শব্দ টির সাথে পরিচয় নেই এমন মানুষ হয়তো পৃথিবীতে নেই।
প্রতিটি ভাষায় কাব্য , সাহিত্য ইত‍্যাদী যা কিছু রচনা হয়েছে তার প্রেরণা এই  ভালোবাসা।
কিশোরীর ভ্রু কুঞ্চিত চাউনি কতো যুবকের হৃদয়ে তীর হয়ে বিঁধেছে তার হিসাব নেই।
এক ঝলক দেখার আশায় সারাদিন হা পিত‍্যেস করে বসে থাকাই ভালোবাসা।
সাহিত্য সমুদ্র মন্থন করে আবেগ তাড়িত চিঠি বা মেসেজ করার নাম ভালোবাসা ছাড়া আর কি হতে পারে ?
ফেসবুকে প্রোফাইল চেন্জ করে বা একটা পোস্ট করে হাজারো লাইকের ভিড়ে একটা লাইক খুঁজে বের করার চেষ্টা ই ভালোবাসা।

ঘর্মাক্ত শরীর নিয়ে      অফিস থেকে ফিরে বাথরুমে আরাম করে গা ধুয়ে বাড়ির পোশাক পরে বেরিয়ে আসা মাত্র গৃহিণী এক কাপ ধূমায়িত চা ধরিয়ে দেওয়া মাত্রই যে অনুভূতি হয় সেটাই ভালবাসা।

কখনো বা জ্বরের ঘোরে অসুস্থ শরীরে মাঝরাতে ঘুম ভেঙ্গেই যে নিদ্রাহীন চোখটিকে জেগে থাকতে দেখেছি ,  সেই চোখের কোণে এক বিন্দু জলকণা যখন আমার হৃদয় টাকে দুমড়েমুচড়ে দেয় , তখন সেই জলকণা টিকে নিঃসন্দেহে ভালোবাসা বলা যায়।

ভালোবাসা মানে শরীর সর্বস্বতা নয়।
যৌবনের উদ্দাম সুখকে ভালোবাসা ভাবা মানে হীরক খন্ড ফেলে কাঁচ কে আঁকড়ে ধরা।

ভালোবাসা মানে দুটি মনের সান্নিধ্য।

কতো মানুষ এক সাথে একই ঘরে রাত্রি যাপন করে। কিন্তু তাদের দুটি মন দুই মেরুতে অবস্থান করে ।
তাই একসাথে থাকা মানেই ভালোবাসা নয়।

তবে একথাও ঠিক একসাথে বসবাস করতে করতে একে অন্যের উপর নির্ভরশীল হয়ে ওঠে । তখন তাদের মনের অগোচরে যে বিশ্বাস তৈরী হয় তার নাম ভালোবাসা।

ভালোবাসা নিয়ে এতো গুণীজন এতো কিছু বলে গেছেন যে আমার কিছু বলতে যাওয়া ধৃষ্টতা মাত্র।

তবে  একটা কথা বলতে পারি , কাছে থাকাকালীন যে ভালোবাসা অনুভব হয় , তার চেয়ে বেশী অনুভব হয় একজন অন‍্য জনের থেকে দূরে গেলে।
 
এক সঙ্গীর চলে যাওয়ার পর অন‍্য সঙ্গীর যে শূন্যতা অনুভব সেটাই বোধহয় প্রকৃত বিশুদ্ধ প্রেম।

No comments:

Post a Comment