Crss colum

Friday, August 24, 2018

বাওবাব এক অদ্ভুত গাছ।

বাওবাব এক অদ্ভুত গাছ।
বাওবাব এক অদ্ভুত গাছ।
যদি কখনো এমন গাছ দেখেন  যার শিকড় মাথার দিকে তবে খুব অবাক হয়ে যাবেন।
তাই না?
আসলে বাওবাব গাছটি এক নজরে দেখে মনে হয়‌ ঈশ্বর বুঝি গাছটিকে উল্টো করে সৃষ্টি করেছেন।
বাওবাব মূলত শুস্ক ভূমির বৃক্ষ। এটা প্রধানত আফ্রিকা ও আরব দেশের মরু অঞ্চলে দেখা যায়।
এটা Adansonia গোত্রের গাছ।
মাটি থেকে বিশাল আকারের কান্ড সোজা উঠে গেছে ।একদম মাথার কাছে কিছু  ঝোপঝাড়ের মতো ডালপালা,এক ঝলক দেখলে মনেই হয় কেউ বুঝি উল্টো করে গাছটিকে পুঁতে দিয়েছে।
এটা পর্ণমোচী শ্রেণীর বৃক্ষ। বছরের বেশীরভাগ সময় এই গাছে কোন পাতা থাকে না।
কোনো কোনো বাওবাব গাছকে পঁচাত্তর ফুট পর্যন্ত লম্বা হতে দেখা যায়।
মরু অঞ্চলের মানুষের কাছে এই গাছ খুব আদরণীয়। বাওবাব গাছ কান্ডের মধ্যে জল জমিয়ে রাখে। এই গাছের বাকল থেকে পোশাক ও দড়ি তৈরী করা হয়। এই গাছের বীজ খাওয়া যায়।যা ভিটামিন সি তে ভর্তি। এর বিশাল কান্ডের ভিতরে গর্ত করে  মানুষ বসবাস করতে পারে। অনেক মরু যাত্রী মরুঝড়ের সময় বাওবাব গাছের কান্ডের গর্তে আশ্রয় নেয়।
ভারতের কর্ণাটক রাজ্যের সাভানুর এ তিনটি বাওবাব গাছ আছে। এই গাছ বহু বছর বেঁচে থাকে। সবচেয়ে প্রাচীন বাওবাব গাছটির কার্বন ডেটিং পরীক্ষায় পাওয়া গেছে তার বয়স ছয়‌হাজার বছর।

1 comment:

  1. আপনার কিছু সাহায্য চাই। প্লীজ রিপ্লাই করুন।

    ReplyDelete