Crss colum

Wednesday, June 14, 2017

হিন্দুত্ববাদ ও বিজেপি

একটা ব্যাপার লক্ষ্য করেছেন ?
যখন বামফ্রণ্টের রাজত্ব ছিলো ,তখন নব্বই শতাংশ মুসলিম বামফ্রণ্টের সমর্থক ছিলো . তৃণমুলের নাম শুনলেই রে রে করে তেড়ে আসতো . ক্রমে বামফ্রণ্টের দিন গেলো .তৃণমুল ক্ষমতায় এলো .দেখুন লক্ষ করে প্রায় সব মুসলিম তৃণমুলকে সমর্থন করছে .
প্রায় নিশ্চিতভাবে বলা যায় তৃণমুলের পর ক্ষমতায় বিজেপি আসতে চলেছে .

একটা ভবিষ্যতবাণী করছি , বিজেপি ক্ষমতায় এলে দলে দলে মুসলিম পশ্চিমবঙ্গে বিজেপিতে যোগ দেবে . কারণ এরা পৃথিবী জুড়ে চলা ,হাজার হাজার কোটি পেট্রোডলার দিয়ে তৈরী  'গোটা দুনিয়ার  ইসলামীকরণ  ' চক্রান্তের অংশ হিসাবে সবসময় ক্ষমতাসীনের পক্ষে . যখনই  পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে  ,তক্ষুণি সৌদি থেকে সব মসজিদ দরগায় নির্দেশ আসবে প্রতিটি মুসলিমকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য প্ররোচিত করার জন্য .
সুতরাং প্রিয় হিন্দুত্ববাদী বন্ধুরা ,সময় থাকতে সাবধান হও . মনে রাখবে বিজেপিও  একটি রাজনৈতিক দল . ক্ষমতায় যাবার জন্য আজ হিন্দুত্ববাদের সমর্থক . কিন্তু কাল ক্ষমতায় টিকে থাকার জন্য মুসলিমদের পা চাটতে দ্বিধা করবে না . যদি সত্যিই তেমন হয় তবে আমাদের একুল ওকুল  ,দুকুল-ই গেলো .
তাই আমরা বিজেপিকে সমর্থন করবো খুব সাবধানের সহিত .
প্রয়োজনে বিজেপিকেও ছুঁড়ে ফেলে নতুন হিন্দুত্ববাদী দলকে গ্রহণ করার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে .

রামকৃষ্ণ বলেছিলেন  'সংসারে থাকবি পাঁকাল মাছের মতো , গায়ে পাক লাগতে দিবি না '.
আমি  ঐ কথাটাই একটু ঘুরিয়ে বলছি , 'বিজেপি করুন ভালোবাসা ও আবেগরহিত হয়ে শুধুই হিন্দুত্ববাদের স্বার্থে .প্রয়োজনে যদি দেখি বিজেপি হিন্দুত্ববাদ থেকে সরে যাচ্ছে তবে আমরা হিন্দুত্ববাদীরাও নতুন করে ভাবনা চিন্তা করে যে দল হিন্দুদের পক্ষে সহানুভুতি দেখাবে তাদের পক্ষ অবলম্বন করবো .ঠিক আজ যেটা মুসলিমরা করে থাকে .

No comments:

Post a Comment